নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেছেন, ‘মৌলিক গবেষণার ক্ষেত্রে দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে। গবেষণার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে হবে।’
নর্থ সাউথ ইউনিভার্সিটির তিনটি বৈদেশিক প্রকল্পের অনুদানের অর্থ গ্রহণ ও ব্যয় সংক্রান্ত বিষয়ে ইউজিসিতে অনুষ্ঠিত বুধবার (১০মার্চ) এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউজিসির সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ সদস্য বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মৌলিক গবেষণায় ভালো করছে।’
গবেষণার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের আরও বেশি গবেষণায় মনোযোগী হতে হবে এবং গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’
প্রফেসর চন্দ দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে গবেষণা চালিয়ে যেতে গবেষকদের অনুরোধ করেন। এসব গবেষণা প্রকল্পে ইউজিসি থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে বলেও তিনি জানান।
Discussion about this post