নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন আজ রবিবার (১৪ মার্চ) রাত ৮টা থেকে পুনরায় শুরু হতে পারে। কারিগরি জটিলতার সমাধান প্রায় হয়ে গেছে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিছু কাজ অবশিষ্ট আছে, সেগুলোও সমাধান হয়ে যাবে। এরপরই আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
শনিবার (১৩ মার্চ) রাতে এসব কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আগামীকাল (রোববার) রাত ৮টা থেকে পুনরায় ভর্তি আবেদন প্রক্রিয়া শুরুর ব্যাপারে আমরা আশাবাদী। কারিগরি যে সমস্যা দেখা দিয়েছিল সেটি প্রায় সমাধান হয়ে গেছে।
তিনি আরো বলেন, কিছু কাজ বাকি আছে সেগুলো কাল সকালের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর আমরা আবেদন প্রক্রিয়া যাচাই করে দেখব। যাচাইকালে কোনো সমস্যা না হলে রাত ৮টা থেকে শিক্ষার্থীরা আবারও আবেদন করতে পারবেন। তবে যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে সেটি ঠিক করে তারপর আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কারিগরি জটিলতার কারণে রবিবার (১৪ মার্চ) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া বন্ধ ঘোষণা করা হয়। আবেদন প্রক্রিয়া বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১ লাখ ৫ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে।
Discussion about this post