নিজস্ব প্রতিবেদক
জীবনের সবক্ষেত্রে গণিত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।
রোববার (১৪ মার্চ) সকাল ১১টায় নগরের দামপাড়াস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় অডিটোরিয়ামে গণিত বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনিরের সভাপতিত্বে ও শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌফিক সাঈদ।
অধ্যাপক ড. কায়কোবাদ বলেন, মানবদেহের অন্যতম অঙ্গ মস্তিষ্ক। মস্তিষ্ককে সমৃদ্ধশালী করার জন্য চিন্তা করার বিকল্প নেই। যে যত বেশি চিন্তা-ভাবনা করবে, ততই তার মস্তিষ্কের পাওয়ার বাড়বে। বাংলাদেশ যে বিপুল জনসংখ্যা রয়েছে তাদের মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। এতে দেশ জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর ও কুইজ পর্বের আয়োজন করা হয়। পরে কুইজপর্বে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সব অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হয়।
Discussion about this post