নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় খোলার অংশ হিসেবে করোনাভাইরাসের টিকা নিতে প্রথম দফায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮ হাজার শিক্ষার্থী অনলাইনে প্রশাসনের নিকট তথ্য প্রদান করেছেন।
শিক্ষার্থীরা ৪ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত নিজেদের জাতীয় পরিচয়পত্র নম্বর ও এর সফট কপি এবং বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে কোভিড-১৯ টিকার জন্য আবেদন করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিকট এ তথ্য আহবান করে।
বুধবার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বলেন, ‘এখন পর্যন্ত প্রথম দফায় ৮ হাজার ৮৩ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তথ্য দিয়েছে। তথ্যের ধারাবাহিক ক্রমানুসারে এসব শিক্ষার্থীদের ভ্যাক্সিনেশনের আওতায় এনে হলে উঠানো হবে।’
অথচ ইউজিসি’র সর্বশেষ বার্ষিক প্রতিবেদন মতে বিশ্ব বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ২১২। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৬ মার্চ দ্বিতীয় দফায় তথ্য প্রদানের সময়সীমা ১৯ মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে।
Discussion about this post