২০২০ সালের এইসএসসি বিএম (ভোকেশনাল) পরীক্ষার সময়সুচী প্রকাশিত হয়েছে। ২০২০ সনের এইসএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা ) চুড়ান্ত পরীক্ষার সময়সূচী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২০ সনের এইসএসসি ( ব্যবসায় ব্যবস্থাপনা ) শিক্ষাক্রমের দ্বাদশ এবং একাদশ শ্রেণীর ( নিয়মিত/অনিয়মিত/পরিপূরক ) চূড়ান্ত পরীক্ষার সময়সূচী প্রকাশ হয়েছে। প্রকাশিত রুটিন দেখুন এখানে।
- পরীক্ষা শুরুর তারিখঃ ০১/০৪/২০২০
- পরীক্ষা আরম্ভের সময়: দ্বাদশ শ্রেণী সকাল ১০ টা হতে এবং একাদশ শ্রেণী বিকাল ২ টা হতে।
- পরীক্ষার সময়: প্রশ্ন পত্রে দেয়া সময় অনুযায়ী।
২০২০ সালের এইসএসসি ( ভোকেশনাল) পরীক্ষার সময়সূচী
বিশেষ নির্দেশাবলি:
- পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
- পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হইতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
- পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের লিথুটপ অংশে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিন দেয়া কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- পরীক্ষার্থীকে তত্ত্বীয় ও ব্যবহারিক অংশে পৃথক পৃথক ভাবে পাস করতে হবে।
- প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।
- পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- পরীক্ষা চলাকালীন শুধুমাত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাধারন ফিচারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। কোন পরীক্ষার্থী হলে মোবাইল ফোন, ব্লু-টুথবা টেলিযোগযোগ করা যায় এরূপ ইলেকট্রনিক ডিভাইস সংগে আনতে পারবে না।
- তত্ত্বীয় ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই হাজিরা শিট ব্যবহার করতে হবে।
- অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় প্রযোজ্য নয় এবং নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে আসন বিন্যাস নিশ্চিতকরণ।
- ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
Discussion about this post