নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২১ তারিখে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (ইউসিটিসি)তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে সাড়ম্বরে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, উপাচার্য অধ্যাপক ইউনুস,উপউপাচার্য অধ্যাপক ডঃ জাহিদ হোসেন শরিফ,রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার,কবি, লেখক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউল হক সহবিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান বলেন , বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ।তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন। তার জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। বঙ্গবন্ধুর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু আমাদের প্রেরণার উৎস। তার কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ।তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ থেকে শিক্ষা নিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
অসংখ্য ছাত্রছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে । বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
Discussion about this post