নিউজ ডেস্ক
২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আদালতে রিট করেছেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। রবিবার (২১) হাইকোর্টে রিট আবেদনটি করেন তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মুনতাসির রহমান। তিনি বলেন, আমরা আদালতে রিট পিটিশনটি দাখিল করেছি। শিগগিরই এটি শুনানির জন্য উঠবে। রিট পিটিশন নাম্বার ৩৬৬৭।
এ বিষয়ে জানতে চাইলে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন শিক্ষার্থী খান মো. ইনজামুল আহসান বলেন, বলেন, ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আমরা প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্মারকলিপি দিয়েছি। টিএসসি, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেছি। তবে তাতেও কর্তা ব্যক্তিরা এই বিষয়ে কোনো গুরুত্ব দেননি। সেজন্য আমরা আদালতের দ্বারস্ত হয়েছি।
ইনজামুল আরও বলেন, সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেয়া হবে ঈদের পর। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষা কেন এত আগে। এটি আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা সময়ের এই বৈষম্য মানিনা। অবিলম্বে ভর্তি পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।
Discussion about this post