নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি আবেদনের প্রাথমিক ফল প্রকাশিত হবে আজ সোমবার (২২ মার্চ) রাতে। এদিকে, চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। আর এ বছর রাবিতে মেধা কোটায় মোট আসন সংখ্যা ৪ হাজার ১৭৩টি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চূড়ান্ত আবেদন করতে পারবে ৪৫ হাজার করে মোট তিন ইউনিটে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। এ বছর ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে বিশেষ কোটা বাদে ৪ হাজার ১৭৩টি আসন সংখ্যা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত তালিকার প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার কলা অনুষদে আসন সংখ্যা রয়েছে ৯৪১টি, আইন অনুষদে ১৬০টি, বিজ্ঞান অনুষদে ৬৬০টি, বিজনেস স্টাডিজ অনুষদে ৫১০টি, সামাজিক বিজ্ঞান অনুষদে ৭৪৮টি, জীববিজ্ঞান অনুষদে ৩০২টি, কৃষি অনুষদে ১১২টি, প্রকৌশল অনুষদে ২৬৬টি, চারুকলা অনুষদে ১২০টি, ভূ-বিজ্ঞান অনুষদে ১৩৬টি, ফিশারিজ অনুষদে ৫০টি এবং ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদে ৫০টি।
এছাড়া দু’টি ইন্সিটিটিউটের আরও ১০০টি আসন রয়েছে। এর মধ্যে আইবিএতে ৫০টি এবং আইইআরে ৫০টি আসন রয়েছে।
ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় বলা হয়েছে, মেধা তালিকায় ৪ হাজার ১৭৩টি আসন ছাড়াও এবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ৫০টি করে মোট ১০০টি আসন বরাদ্দ থাকবে।
তাছাড়া মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, নাতি/নাতনী প্রতি বিভাগের আসন সংখ্যার ৫ শতাংশ; রাবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পুত্র/কন্যা প্রতি বিভাগের আসন সংখ্যার ৫ শতাংশ এবং বিকেএসপি কোটায় (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের নির্ধারিত) আসন সংখ্যার ২০ শতাংশ আসন বরাদ্দ থাকবে।
Discussion about this post