নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানকে পাঁচটি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি)।
মঙ্গলবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী।
আদেশে পাঁচটি নির্দেশনা দেয়া হয়। সেগুলো হলো- ১. বৃহস্পতিবার (২৫ মার্চ) বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে পঁচিশে মার্চ রাতে নিহতদের স্মরণে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসসমূহের সংশ্লিষ্ট মসজিদ-মন্দির-গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাতে প্রার্থনার আয়োজন করা; ২. সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা।
৩. সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসসমূহ থেকে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাকআউট পালন করা। এ দিবসে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলেও আদেশে জানানো হয়; ৪. ২৫ মার্চ সুবিধাজনক সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে অনলাইনে ২৫ মার্চ গণহত্যা স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা; ৫. ২৫ মার্চ গণহত্যা দিবসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোস্টার ব্যানার ফেস্টুন ইত্যাদির মাধ্যমে গণহত্যার চিত্র তুলে ধরা।
আদেশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পত্র জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
Discussion about this post