নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। বুয়েটের সহকারী পরিচালক (তথ্য) মো. শফিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ মার্চ) দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের সব কেন্দ্রীয় ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। এ সময় আরো উপস্থিত ছিলেন অনুষদের ডীনেরা, বিভাগীয় প্রধানেরা, রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক, অফিস/ইনস্টিটিউট/সেন্টার প্রধানেরা, হল প্রভোস্ট ও সহকারী প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে শিক্ষকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন বিশিষ্ট সাংবাদিক মি. অজয় দাশগুপ্ত, অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
দিবসটি উপলক্ষ্যে বুয়েটের সকল গুরুত্বপূর্ণ ভবনে আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে।
Discussion about this post