নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২১ তারিখে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি (ইউসিটিসি) তে সাড়ম্বরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়। জাতীয় সংগীত পরিবেশন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর আলোচনা অনুষ্ঠানে তথ্যবহুল বক্তব্য রাখেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, উপাচার্য অধ্যাপক ইউনুস, উপ উপাচার্য অধ্যাপক ডঃ জাহিদ হোসেন শরিফ,রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার সহ বিভিন্ন বিভাগের প্রধানগণ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
মোহাম্মদ ওসমান বলেন, আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ অবকাঠামো নির্মাণ করে ও জ্ঞাননির্ভর তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন। উপাচার্য অধ্যাপক ইউনুস বলেন, ১৯৭১ সালে এই দিনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে দখলদারমুক্ত করার সংগ্রামে নামার আহ্বান জানিয়েছিলেন।জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এই দেশকে পাকিস্তানের শোষণ থেকে মুক্ত করা। তাই তিনি বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত রূপরেখা প্রদান করেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না।
অন্যান্য বক্তাগণ ৫০ বছরের পথচলায় বাংলাদেশের অর্জন তুলে ধরতে গিয়ে বলেন, ৫০ বছরে বাংলাদেশের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি তা সারা বিশ্বের বিস্ময়। করোনাবিঘ্নিত পরিস্থিতিতেও এই দেশ মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। এখন আমরা বিশ্বের সামনে স্বাধীন জাতি হিসেবে নিজেদের পরিচয় দাঁড় করাতে পেরেছি।
আলোচনা শেষে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ছাত্রছাত্রীদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিতে এক অন্যরকম নান্দনিকতা যোগ করে।
Discussion about this post