শিক্ষার আলো ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পুনরায় চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পুনরায় টেলিমেডিসিন সেবা চালু করেছে।
জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ টেলিমেডিসিন সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন।
সেবা গ্রহণের জন্য সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত ফোনের মাধ্যমে এ সেবা নিতে পারবেন।
সেবা নেওয়ার জন্য ফোন করতে হবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাম্মী আরা নিপা- ০১৬৭৮০৪৩৮০৩ ও ডা. তানজীন হোসেন- ০১৭২৩০৪০১১৯।
উল্লেখ্য, গত বছরের মার্চে বিশ্বজুড়ে কোভিড-১৯ এর সংক্রমণ দেখা দিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা গ্রহণের জন্য এ টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছিলো।
Discussion about this post