নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন শেষ হযেছে। এবার বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত ‘ক’ ইউনিটে সর্বোচ্চ প্রার্থী আবেদন করেছেন। এই বিভাগে মোট আবেদন করেছেন ১ লাখ ২৩ হাজার ৮০৬ জন প্রার্থী। যা ‘খ’ ইউনিটের দ্বিগুণেরও বেশি।
তথ্যমতে, এবার ঢাবির ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ৪৩ হাজার ৭১২ জন প্রার্থী আবেদন করেছেন। এর মধ্যে ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৯৬২ জন, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৭৫৬ জন, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ২১ হাজার ৫৩৭ জন এবং ‘চ’ ইউনিটে ২২ হাজার ৬৫১ট চন আবেদন করেছেন।
এবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাবিতে ভর্তি যুদ্ধ শুরু হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ মে, ‘খ’ ইউনিটে ২২ মে, ‘গ’ ইউনিটে ২৭ মে, ‘ঘ’ ইউনিটে ২৮ মে এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জুন। এবার ঢাকাসহ ৮টি বিভাগী শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় নম্বর বন্টন যেভাবে: ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। উভয় অংশের জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা। ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
আসন সংখ্যা: ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান নামে নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। এতে আসন সংখ্যা ১৫টি। ফলে এবার মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৩৩টি। এর মধ্যে ক-ইউনিটে ১৮১০টি, খ-ইউনিটে ২৩৭৮টি, গ-ইউনিটে ১২৫০টি, ঘ-ইউনিটে ১৫৬০টি এবং চ-ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।
Discussion about this post