শিক্ষার আলো ডেস্ক
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে যা ৯৫.১০ শতাংশ। যদিও ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন।
শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ।
Discussion about this post