ক্যারিয়ার ডেস্ক
রূপালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। ৬০টি শূন্য পদে নিয়োগের জন্য গত ১৬ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এবার উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ এপ্রিল। ওই দিন ১২০ জনের ব্যবহারিক পরীক্ষা হবে। এরপর ৮, ১০ ও ১১ এপ্রিল ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল নয়টায় শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ, ১৩/২ অভয় দাস লেন, টিকাটুলী, ঢাকা ঠিকানায় নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত হতে হবে।
Discussion about this post