এতে বলা হয়, সম্প্রতি করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে দেশে লকডাউন বলবৎ আছে। কিন্তু সরকারি নির্দেশ সত্ত্বেও, দেশের কিছু আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা খোলা রয়েছে। যা কোভিড পরিস্থিতিতে অত্যন্ত স্বাস্থ্য ঝুকিঁপূর্ণ।
অতিরিক্ত সচিব হাবিবুর রহমান সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখতে হবে।
তবে এতিমখানাগুলো এই নির্দেশনার আওতায় পড়বে না বলে উল্লেখ করা হয়।
Discussion about this post