ক্যারিয়ার প্রতিবেদক
আসিফ জাতীয় বিশ্বিবদ্যালয় থেকে স্নাতক পাশ করা একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান।পরিবারের বড় ছেলে ,তাই মাস্টার্সের পাশাপাশি একটি চাকরীর জন্য প্রাণান্ত চেষ্টা।এভাবেই কেটে গেছে পাঁচ পাঁচটি বছর! চরম হতাশায় নিমজ্জিত মাস্টার্স ডিগ্রীধারী আসিফ যখন কোনমতে বেঁচে থাকতে ,মোবাইল ফোন রিচার্জের দোকান দেয়ার কথা ভাবছে ,তখনই চট্টগ্রামের একটি দৈনিক পত্রিকায় হোটেল ম্যানেজমেন্ট –এ ডিপ্লোমা কোর্সের বিষয়টি জানতে পারে।কয়েকজন বেকার বন্ধুর সাথে শেয়ার করলে ওরাও আগ্রহী হয়।এর পর চট্টগ্রামে ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছর ডিপ্লোমা কোর্স শেষ করে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ইংল্যান্ডের একটি কলেজে ১ বছরের একটি লেভেল শেষ করে আসিফ।অর্জন করে বৃটিশ স্নাতক ডিগ্রী। আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত এই ডিগ্রী তাকে অধিষ্ঠিত করে ইংল্যান্ডের ব্রাইটন শহরে ফাইভ স্টারমানের একটি হোটেলের এসিসট্যান্ট ম্যানেজারের পদে। এখন তার মাসিক বেতন বাংলাদেশী টাকায় ৩ লাখ টাকা প্রায়।
এভাবে সঠিক তথ্যের ভিত্তিতে সময়োচিত সিদ্ধান্ত বদলে দিতে পারে অনেক হতাশ তরুণের জীবন! আর এমন সাফল্যের আহবান নিয়ে পর্যটন নগরী চট্টগ্রামের মেহেদীবাগে সুসজ্জিত ক্যাম্পাস নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে BITHM COLLEGE OF PROFESSIONALS । প্রতিষ্ঠা করেছেন তরুণ উদ্যোক্তা মোঃ জাকের হোসেন,যিনি ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিট্যালিটি ম্যানেজমেন্ট বিষয়ে ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ড ,ইউকে থেকে বিএসসি (অনার্স) এবং লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে এমএসসি সম্পন্ন করেছেন।বর্তমানে পিএইচডি গবেষক রপে কাজ করছেন আমেরিকার ওকালাহোমা স্টেট ইউনিভার্সিটিতে।
এই বিষয়ে ক্যারিয়ার এর ভবিষ্যত জানতে চাইলে তিনি বলেন,সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশে পর্যটন শিল্পের মুক্ত বিকাশ ঘটছে।এই বিকাশের কল্যাণে প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মানের হোটেল ,মোটেল এবং ট্যুরিজম প্রতিষ্ঠান।যার সাথে সাথে বাড়ছে এই শিল্পে উন্নত প্রশিক্ষণ প্রাপ্তদের বাংলাদেশ সহ ইউরোপ,আমেরিকা,কানাডা,অষ্ট্রেলিয়া,মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে কর্মের সুযোগ।
এ ছাড়াও সারাবিশ্বের অভিজাত ফাইভস্টার হোটেলসহ বিভিন্ন ট্যুরিজম কোম্পানী, রিসোর্ট, পাব, মোটেল, অভিজাত ক্রুজশীপ, এয়ারলাইন্স, কার্গো কোম্পানী, ট্রাভেল এজেন্সীতে প্রতি বছর অসংখ্য দক্ষ জনবল প্রয়োজন হয়।তবে যারা এই খাতে কাজ করতে আগ্রহী তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য যথাযথ ট্রেনিং প্রয়োজন যা আমাদের দেশে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।তাই এই সেক্টরে আপনার বহুকাঙ্খিত স্বপ্নের চাকুরিটি পাওয়ার সুযোগ করে দিতে পারে এই প্রফেশনাল ডিগ্রী। কারণ এই ডিগ্রী ইংল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন Organisation Of Tourism and Hospitality Management (OTHM) কর্তৃক স্বীকৃত একটি আন্তর্জাতিক ডিগ্রী যা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের প্রায় সবদেশেই সমাদৃত। আমাদের ইনস্টিটিউট OTHM এর বিশ্বব্যাপী অনুমোদিত সেন্টারসমূহের মধ্যে একটি।
এখানকার কোর্সগুলো হচ্ছে-
- BSc (Hons) in Tourism & Hospitality Management
- BSc( Hons) in Information Technology
- B.A (Hons) in Business Management
- HND (Higher National Diploma) in Tourism and Hospitality Management, Business Management and information Technology
- International Professional Diploma in Hotel Management
- Foundation Diploma (Level -3 Equivalent to A-Level / H.S.C)
- PGD (Post Graduate Diploma) in Tourism & Hospitality Management, HRM , Supply Chain management.
এখানে School of Tourism and Hospitality বিভাগে রয়েছে Diploma In Tourism and Hospitality Management( Level 4-Level 7) এবং School of Management বিভাগে রয়েছে Diploma In Business Management( Level 3-Level 7) । এখানে প্রত্যেকটা লেভেল এর মেয়াদ ১২ মাস। Level 3 -এ ভর্তি হতে এসএসসি বা ও’লেভেল এবং Level 4 -এ ভর্তি হতে এইচএসসি বা এ’লেভেল উত্তীর্ণ হতে হবে । এ ছাড়া স্নাতক কিংবা মাস্টার্সরাও ভর্তি হতে পারবেন। সাথে থাকতে হবে ইংরেজী ভাষায় বিশেষ দখল।
Level-4 শেষে বিশ্বের যে কোন দেশে ক্রেডিট ট্রান্সফার করে পরবর্তী লেভেল পড়া যাবে। Level- 4 & Level- 5 শেষে ইংল্যান্ডের যে কোন বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনাল ইয়ারে Level- 6)ভর্তি হতে পারবে। অর্থাৎ এই ১ বছর শেষে পাওয়া যাবে গ্রাজুয়েশন ডিগ্রী। Level-7 শেষ করার পর ৬ মাসের থিসিস কোর্স সম্পন্ন করলে অর্জন করবে মাস্টার্স ডিগ্রী।ইংল্যান্ডে না গিয়েও BITHM-এ সব লেভেল শেষ করা যাবে। প্রফেশনাল ডিপ্লোমা শেষে চট্টগ্রামের পেনিনসুলা, কক্স টুডে এবং রেডিসন ব্লু -র মত ফোর এবং ফাইভ স্টার মানের হোটেলে থাকছে নিবিড় ইন্টার্নশীপ। সম্প্রতি বিদেশের কিছু খ্যাতিমান হোটেলের সাথে সমঝোতা চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা বিদেশের হোটেলসমূহেও ইন্টার্নশীপের সুযোগ পাচ্ছে। ফলে বিশ্বের যে কোন দেশে হোটেল ম্যানেজমেন্ট শিল্পে এই সনদপ্রাপ্তদের জন্য প্রচুর সুযোগ রয়েছে।
উক্ত কোর্স ছাড়াও রয়েছে ১৮ মাস মেয়াদী Proffessional Diploma In Tourism and Hotel Management এবং তিন মাস মেয়াদী Certificate Course । যারা পর্যটন ও হোটেল শিল্পে চাকুরীরত আছেন তাদের দক্ষতা বৃদ্ধির জন্য স্বল্পমেয়াদী কোর্সগুলো উপকারী ।বিশেষ করে যারা উচ্চশিক্ষার্থে ইউরোপ আমেরিকাতে যাবেন তাদের প্রথমে গিয়েই হোটেলে চকুরী করতে হয়।সেক্ষেত্রে এই কোর্স অত্যন্ত জরুরী। শিক্ষার মান বিষয়ে জানতে চাইলে ইনস্টিটিউট প্রিন্সিপ্যাল জাকির হোসেন জানান,এখানকার কোর্স কারিকুলাম,সিলেবাস ও কোর্স মেটেরিয়ালস সবকিছুই OTHM, UK কর্তৃক সরবরাহকৃত। কোর্সসমূহ এসাইনমেন্ট ভিত্তিক এবং প্রতি মডিউলে রয়েছে ৩০০০ শব্দের এসাইনমেন্ট।প্রশিক্ষকগণের মধ্যে রয়েছেন বৃটিশ ডিগ্রীধারী বিশেষজ্ঞ এবং সরকারী ও বেসরকারী রবিশ^বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। সুপরিসর ও সজ্জিত ক্লাসরুম, কম্পিউটার ল্যাব ,সমৃদ্ধ পাঠাগার, ব্যবহারিক প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের নিবিড় শিক্ষণ নিশ্চিত করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক সফল প্রশিক্ষণার্থীকে OTHM, UK কর্তৃক অনুমোদিত সনদপত্র প্রদান করা হবে।চাকুরীজীবিদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের ব্যবস্থাসহ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশীপ ও ডিসকাউন্ট!
আর.আই টাওয়ার(৫ম তলা), এম.এম.আলী রোড,(এভারগ্রীণ ক্লিনিকের পাশে) মেহেদীবাগ এই ঠিকানায় এবং ০১৭৩০-৫৯৮৭০০,০১৮৪২-৫৯৮৭০০ নম্বরে কিংবা bithm.org সাইটে লগ ইন করে আরো বিস্তারিত জানা যাবে।
Discussion about this post