নিজস্ব প্রতিবেদক
চলতি বছর থেকে ‘ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ’ চালু করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর আওতায় প্রতিবছর একজন অধ্যাপক বা গবেষক এ ফেলোশিপের জন্য নির্বাচিত হবেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) এ ফেলোশিপের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন চেয়েছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক বা অবসরপ্রাপ্ত অধ্যাপকরা এর জন্য আবেদন করতে পারবেন।
কমিশনের নির্দিষ্ট ছকে আগ্রহীরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে গবেষণা প্রস্তাব আগামী ২০ মের মধ্যে আবেদন ডাকযোগে ও ইমেইলে পাঠাতে পারবেন। ইউজিসির পরিচালক (রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন) বরাবর নির্ধারিত ফরমে দরখাস্ত করতে হবে আবেদনকারীকে।
ফেলোশিপের নীতিমালা, আবেদন ফরম ও বিজ্ঞপ্তি ইউজিসির ওয়েবসাইটে (www.ugc.gov.bd) পাওয়া যাবে। এটি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউজিসি অনুরোধ জানিয়েছে।
Discussion about this post