শিক্ষার আলো ডেস্ক
রাশিয়ার পেশাদার ফটোগ্রাফারদের আন্তর্জাতিক সংগঠন ‘৩৫ অ্যাওয়ার্ড পুরস্কারের’ মনোনয়নে বেস্ট ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০২১ অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাদমান খান। শাদমান ‘স্ট্রীট লাইভ ইন ব্রাইট কালারস’ ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করেন।
তিনি হাবিপ্রবির ১৯ ব্যাচের রসায়ন বিভাগের শিক্ষার্থী। আন্তর্জাতিক এই ফটোগ্রাফিক প্রতিযোগিতায় ১২০ টি দেশের সর্বমোট ৪৫১০ জন ফটোগ্রাফার অংশগ্রহণ করেছিলো।
প্রতিযোগিতায় ১২,২২২ ছবির মধ্যে বিশ্বের ১৪০৭ টি শহরের ছবি স্থান পেয়েছে। শাদমানের ফটোগ্রাফি ০২% বেস্ট ফটোস এবং টপ ০৫% বেস্ট ফটোগ্রাফারর্স এ স্থান পায়।
আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি জানতে চাইলে শাদমান বলেন, ‘আলহাদ্দুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে । ভবিষ্যতে চেষ্টা থাকবে টপ ১% ফটোগ্রাফার হবার জন্য। আমি সবথেকে বেশী খুশি হবো যখন দেখবো আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করার জন্য আরো অনেকে বেড়িয়ে এসেছে। এর আগে আমি ইউনির্ভাসিটি অব আবু বকর ,আলজেরিয়ার বিজ্ঞান অনুষদের প্রকাশিত ম্যাগাজিনের ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম।
উক্ত পুরষ্কারের উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগে বছরের সেরা ১০০ টি কাজের অনুসন্ধান। ২০১৭ সাল থেকে ৩টি ক্যাটাগরিতে সেরা ছবির উপর ভিত্তি করে বছরের সেরা ১০০ ফটোগ্রাফার নির্বাচন করা হয়।
উল্লেখ্য, ‘রাশিয়ার ৩৫ অ্যাওয়ার্ড’ পুরষ্কার পেশাদার ফটোগ্রাফারদের ৩৫ ফোটো.প্রো দ্বারা ২০১৫ সালে নির্মিত একটি বড় আন্তর্জাতিক পুরষ্কার। প্রথম বছরে ১১০ টি দেশের ৩৬ হাজার ফটোগ্রাফার এতে অংশ নিয়েছিল। ২০১৬ সালে অংশ নিয়েছিলো ৭৬ হাজারের বেশি। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা বাড়তেই থাকে।
Discussion about this post