‘সর্বক্ষেত্রে গণিত’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গণিত দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এএফ মুজিবুর রহমান গণিত ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই দিবসের উদ্বোধন করেন।
এসময় বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরুল আলম খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শওকাত আলী, আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ড. মো. আখতারুজ্জামান গণিতকে বিজ্ঞানের ভাষা হিসেবে বর্ণনা করে বলেন, সহজভাবে উপস্থাপনের মাধ্যমে গণিতকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে। বিজ্ঞানভিত্তিক প্রগতিশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের অবশ্যই গাণিতিক জ্ঞান অর্জন করতে হবে। এ ধরণের কর্মসূচি মানব সভ্যতার উন্নয়নে কাজ করার ক্ষেত্রে গবেষক ও গণিতবিদদের জন্য একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের প্রধান আর্কষণ ‘গণিত সর্বত্রই বিদ্যমান’ বিষয়ের উপরে ৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটর অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদসহ ৫জন গণিতবিদ। শিক্ষার্থীদের জন্য ‘গণিত প্রতিযোগিতা’ এর আয়োজন করাহ য়েছে। প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সম্পাদক মুনির হাসান। বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২৬ নভেম্বর ২০১৯ তারিখ ইউনেস্কো-এর ৪০তম সাধারণ অধিবেশনে ১৪ ই মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস (আইডিএম) হিসেবে স্বীকৃতি প্রদান করে। ১৯৮৮ সাল থেকে ১৪ই মার্চ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পাই (π) দিবস উদযাপিত হয়ে আসছে। আন্তর্জাতিক গণিত ইউনিয়ন (আইএমইউ) একটি বেসরকারী এবং অলাভজনক বৈজ্ঞানিক সংস্থা এবং এর অন্যতম লক্ষ্য গণিতের কার্যক্রমকে আন্তর্জাতিকভাবে প্রচার ও প্রসার ঘটানো। আইএমইউ প্রথম আন্তর্জাতিক গণিত দিবস-২০২০ এর প্রতিপাদ্য হিসেবে স্থির করেছে ‘গণিত সর্বত্রই বিদ্যমান’।
Discussion about this post