নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু করেছে।
গত ৫ এপ্রিল ভার্চুয়ালি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত। এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার জনাব কামরুল হাসান, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মাহাবুবুল হক (অবঃ) সহ বিভিন্ন বিভাগীয় প্রধানগন।
বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান কাজী জামিল আজহার সার্বিক দিক নির্দেশনায় প্রথম পর্যায়ে মোট ১০টি সিলিন্ডারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো।
ভবিষ্যতে করোনায় আক্রান্ত ঢাকা শহরের গরীব এবং দুস্থদের প্রয়োজনেও এ সেবা আরও বিস্তৃত করা হবে বলে জানান এর ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত।
Discussion about this post