নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মাদ বিল্লাল হোসেন।
মঙ্গলবার (৪ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাকে এ পদে নিয়োগ দেন। বুধবার (৫ মে) প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
অধ্যাপক বিল্লাল হোসেন নিজেই দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এই হলের প্রভোস্ট ছিলেন অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান।
নতুন দায়িত্ব গ্রহণ ও হলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিল্লাল হোসেন বলেন, গতকাল উপাচার্য স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন, আজই দায়িত্ব গ্রহণ করেছি। এর আগে আমি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সিনিয়র হাউজ টিউটরের দায়িত্ব পালন করেছি। হল প্রশাসনে প্রায় ৮-৯ বছরের অভিজ্ঞতা রয়েছে আমার। শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করব, বিশেষ করে আবাসিক জায়গাটাকে মানোন্নয়ন করা আমাদের মূল কাজ। যাতে শিক্ষার্থীদের পড়ার পরিবেশ, থাকার পরিবেশটা ভালো হয়।
প্রসঙ্গত, একজন হল প্রভোস্টের মেয়াদ ৩ বছর। একজন শিক্ষক সর্বোচ্চ দুই মেয়াদে হল প্রভোস্ট হিসেবে থাকতে পারেন। হল প্রাধ্যক্ষরা প্রভোস্ট বাংলোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান।
Discussion about this post