নিজস্ব প্রতিবেদক
প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করল রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত প্রোগ্রমিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭টি দল অংশ নেয়। এতে প্রথম ও তৃতীয় হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রতিযোগী দল আর দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের (চবি) একটি প্রতিযোগী দল।
গত সোমবার (৩ মে) প্রোগ্রামিং কন্টেস্টের উদ্বোধন করেন রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
বিভাগীয় এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় চুয়েটের দল স্যাফায়র প্রথম ও চুয়েট টিম-৩ তৃতীয় এবং চবির দল হায়পারসনিক দ্বিতীয় স্থান অধিকার করেছে।
প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোকে অভিনন্দন ও অংশগ্রহণকারী দলগুলোকে ধন্যবাদ জানিয়েছেন এর আহ্বায়ক জুয়েল সিকদার। প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত অন্য সবার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ঈদুল ফিতরের পরে পুরষ্কার বিতরণের মাধ্যমে পুরো অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্ত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
Discussion about this post