করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকার আরোপিত চলমান বিধিনিষেধের মাঝে কর্মহীন হয়ে পড়াদের মাঝে বুয়েট ‘৮৯ ক্লাব লিমিটেডের আর্থিক সহযোগিতায় এবং ঢাকা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঢাকার বুড়িগঙ্গা নদীতে লোক পারাপারকারী ১০০ জন নৌকার মাঝি, ১০০ জন নরসুন্দর, ১২৫ জন জুতার কারিগর ও ৭৫ জন তৃতীয় লিঙ্গের মানুষসহ মোট ৪০০ জন নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে এই সহায়তা দেওয়া হয়েছে। এদেরকে চাল, ডাল, তেল, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।
রাজধানীর দোলাইপাড় মাঠে খাদ্য সামগ্রী বিতরণকালে ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, তেজগাঁও উন্নয়ন সার্কেলের সার্কেল কর্মকর্তা বীথি দেবনাথ, ঢাকা জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা, নেজারত ডেপুটি কালেক্টরসহ (এনডিসি) ঢাকা জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধারাবাহিকভাবে নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা প্রশাসক।
Discussion about this post