নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন অপটোমেট্রি (বি. অপটম) কোর্সে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
আবেদনের যোগ্যতা:
১) ২০১৭ বা ২০১৮ সালে মাধ্যমিক/সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে।
২) মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় অবশ্যই জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান বিষয় থাকতে হবে।
৩) প্রার্থীকে মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.০০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন:
আবেদনকারী যোগ্য প্রার্থীদের নিয়ে ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় ৬০ নম্বর প্রাপ্তরা পরীক্ষা উত্তীর্ণ বলে বিবেচিত হবে। পরীক্ষায় ৬০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মাধ্যমিক/সমমান জিপিএ-এর সাথে ১৫ গুণ এবং উচ্চ মাধ্যমিক/সমমানের জিপিএ-এর সাথে ২৫ গুণ দিয়ে মোট ৩০০ নম্বর বিবেচনা করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদনকারীদের প্রতিষ্ঠানের (https://icoedu.org) ওয়েবসাইটে প্রবেশ করে ‘অনলাইন এপ্লাই’ অপশনের ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়:
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা যাবে আগামী ১০ জুন ২০২১ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফি
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১০০০ টাকা (অফেরতযোগ্য)।
প্রবেশপত্র ডাউনলোডের সময়
আবেদন করার তিন দিনের মধ্যে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষা ১৭ জুন (বৃহস্পতিবার) ২০২১ তারিখ বেলা ১০ থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ফলাফল প্রকাশ
১৭ জুন (বৃহস্পতিবার) ২০২১ তারিখ দুপুর ২টায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা (https://icoedu.org) ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।
Discussion about this post