নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারির কারণে এ বছরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এ অবস্থায় সেশনজট এড়াতে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
বৃহস্পতিবার ( ২০ মে) ১৬৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য নিশ্চিত করেছেন।
একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের বরাতে জানা যায়, অনলাইন পরীক্ষা কার্যক্রমের সিদ্ধান্ত বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে আজকের সভায়। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক ও রেজিস্ট্রের মুহাম্মদ ইশফাকুল হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বর্তমানে চলমান করোনা পরিস্থিতিতে কোনো বিশ্ববিদ্যালয়েই সরাসরি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে অনেক দিন ধরে পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যায় পড়ছেন বলে আমাদের জানিয়েছেন। শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে এ বিষয়ে আগামী বৃহস্পতিবার পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে। ফিল্ডওয়ার্ক বা ব্যবহারিক পরীক্ষার বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
এছাড়া কমিটির সদস্য হিসেবে অন্যান্যদের মধ্যে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সেন্টার অব এক্সিলেন্স এর পরিচালক অধ্যাপক ড. মো আক্তারুল ইসলাম, রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন রয়েছেন।
Discussion about this post