নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির ফরেস্ট্রি অ্যান্ড উড চেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মাহমুদ হোসেনকে আগামী চার বছরের জন্য এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (২৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন-১৯৯০ এর ১১ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. মাহমুদ হোসেনকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ করা হয়েছে।
দুই মেয়াদে খুবিতে আট বছর উপাচার্যের দায়িত্ব পালন শেষে গত ২৯ জানুয়ারি শেষ কর্মদিবস পালন করেছে প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। এরপর বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের পদ শূন্য ছিল।
Discussion about this post