নিজস্ব প্রতিবেদক
করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিভিন্ন ইউনিটের পরীক্ষা আগামী ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গত রবিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি (কোর কমিটি) এর ১৬তম সভার এ সিদ্ধান্ত নেয়ার পর আজ মঙ্গলবার (২৫ মে) বিকেলে পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে প্রবেশপত্র সংগ্রহের পুনঃনির্ধারণ তারিখও প্রকাশ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিট, ২৪ ও ২৫ আগস্ট ‘এ’ ইউনিট ও ২৬ আগস্ট ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ আগস্ট সকালে ‘বি১’ ও দুপুরে ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা
‘বি’ ইউনিট ৫ আগস্ট, ‘ডি’ ইউনিট ৭ আগস্ট, ‘এ’ ইউনিট ৯ আগস্ট, ‘সি’ ইউনিট ১১ আগস্ট, ‘বি১’ ও ‘ডি১’ ইউ-ইউনিটদ্বয় ১২ আগস্ট থেকে শুরু করে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটি নিচে দেয়া হলো –
চবির আইসিটি সেল সূত্রে জানা যায়, চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে এবার সর্বমোট আবেদন সম্পন্ন করেছেন এক লাখ ৮৩ হাজার ৮৭০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া আবেদন করেও টাকা জমা না দেয়ায় ভর্তি প্রক্রিয়া থেকে বাদ পড়েছেন ১১ হাজার ৯২২ জন ভর্তিচ্ছু।
চবির ৪৮টি বিভাগ ও ছয়টি ইনস্টিটিউটে আসন রয়েছে চার হাজার ৯২৬টি। সে হিসেবে একটি আসনের জন্য এবার প্রতিযোগিতা করবেন প্রায় ৩৭ জন শিক্ষার্থী।
Discussion about this post