নিজস্ব প্রতিবেদক
জুন থেকেই ব্যাচ এবং বিভাগ অনুযায়ী সশরীরে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য ড. একিউএম মাহবুব। তবে এর আগে উপাচার্য বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সাথে আলোচনা করবেন এবং পরবর্তীতে একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বশেমুরবিপ্রবি উপাচার্য বলেন, “পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের ব্যাচসমূহকে গুরুত্ব প্রদান করা হবে। কারণ তাদের সামনে বিসিএসসহ চাকরির পরীক্ষা রয়েছে। এরপর ধারাবাহিকভাবে অন্যান্য ব্যাচসমূহের পরীক্ষা গ্রহণ করা হবে।”
শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলসমূহ খোলা রাখা হবে উল্লেখ করে উপাচার্য বলেন, “স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে আবাসিক হলসমূহও খুলে দেয়া হবে। যেহেতু একসাথে সকল শিক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হবে না তাই এক্ষেত্রে শিক্ষার্থীদের পক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হবে। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গণরুম বন্ধ করে হলের বর্ধিত অংশে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করা হবে।’’
প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম চালুর স্বার্থে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা সরাসরি ও অনলাইনে গ্রহণের বিষয়ে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৭ মে) ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত দেশের সকল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
Discussion about this post