নিজস্ব প্রতিবেদক
২০২২ সালের দাখিল ও আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। এ সিলেবাস অনুসারে ১৫০ দিন পাঠদানের পর দাখিল ও ১৮০দিন পাঠদানের পর আলিম পরীক্ষা নেয়া হবে।
বৃহস্পতিবার (২৭ মে) মাদরাসা শিক্ষা বোর্ড থেকে এ সিলেবাস দুটি প্রকাশ করা হয়।
গতকাল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরদিন সিলেবাস দুটি প্রকাশ করলো মাদরাসা শিক্ষা বোর্ড। এদিনই ঢাকা বোর্ড থেকে ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়।
শিক্ষামন্ত্রী বলেছিলেন, ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্যও সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে । এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১৫০ দিনে শেষ করার মত করে এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১৮০ দিনে শেষ করার মত করে এ সিলেবাস তৈরি করা হয়েছে।
শিক্ষার আলোর সম্মানিত পাঠকদের জন্য ২০২২ খ্রিষ্টাব্দের দাখিল ও আলিম পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরা হলো।
দাখিল পরীক্ষার সিলেবাস দেখতে ক্লিক করুন :
আলিম পরীক্ষার সিলেবাস দেখতে ক্লিক করুন :
Discussion about this post