নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আগামী ১ থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের সব পর্বের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শনিবার (২৯ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
এম এ খায়ের বলেন, আগামী ১, ২, ৩ ও ৫ জুনে অনুষ্ঠিতব্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের ফাইনাল পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
করোনার কারণে দেশের কিছু এলাকায় কঠোর লকডাউন কার্যকর থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষার তারিখ পরে জানানো হবে।
দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় সেখানে কঠোর লকডাউন আরোপ করা হয়। এছাড়া আরও কিছু এলাকায় লকডাউন দিয়েছে সরকার।
Discussion about this post