নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শিক্ষা বীমা বাস্তবায়নের জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। আগামী ৩১ মের মধ্যে জরুরিভিত্তিতে এসব তথ্য পাঠাতে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শনিবার (২৯ মে) অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
এ বীমা বাস্তবায়নে প্রতি জেলা থেকে ১টি করে সরকারি মাধ্যমিক বিদ্যালয় নির্বাচন করে সেসব বিদ্যালয়েল সব শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করা হয়। কিন্তু জীবন বীমা কর্পোরেশনের তৈরি করা ডাটাবেজ অনুযায়ী পাঠানো তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
জানা গেছে, নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর সব শিক্ষার্থীদের তথ্য জীবন বীমা কর্পোরশনের তৈরি করা ডাটাবেজের ফিচার অনুযায়ী জরুরিভিত্তিতে ৩১ মের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের ক্রমিক, নাম, লিঙ্গ, জন্মতারিখ, শ্রেণি, ইআইএনসহ তথ্য নির্ধারিত ছকে অন্তর্ভুক্ত করে ইমেইলে (addshesecondary1@gmail.com) পাঠাতে বলা হয়েছে নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে।
Discussion about this post