নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার (২ জুন) সকাল ১১টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন।
সভায় বিভিন্ন বিভাগে পরিচালিত অনলাইন ক্লাসসমূহের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচিত হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত রূপরেখা অনুসারে বিভিন্ন সেমিস্টারের পরীক্ষাসমূহ অনলাইনে গ্রহণ করার বিষয়ে। বিগত ১ নভেম্বর থেকে চলতি ৩১ মে পর্যন্ত প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল উপস্থাপন ও অনুমোদন করা হয়।
এছাড়া মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রাম চালু এবং এই প্রোগ্রামের সিলেবাস ও অন্যান্য বিষয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটির সার্বিক একাডেমিক কার্যক্রম বিষয়ে আলোকপাত করা হয়।
Discussion about this post