নিজস্ব প্রতিবেদক
১৩টি শতবর্ষী কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার চিন্তা থাকলেও সেটি নেয়া হচ্ছে না। এসএসসি ও এইচএসসি ফলের ভিত্তিতেই এসব কলেজে এবার ভর্তি নেয়া হবে। তবে আগামী বছর থেকে শতবর্ষী কিংবা ৫০ বছরের বেশি বয়সের কলেজে আলাদা পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে।
জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ১৩টি শতবর্ষীসহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী কলেজে এবার ভর্তি পরীক্ষা নেয়ার চিন্তা-ভাবনা ছিল। এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিনির্ধারকদের নিয়ে প্রাথমিক আলোচনা হলেও করোনা পরিস্থিতির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে তা আয়োজন সম্ভব হচ্ছে না। ফলে এসব কলেজে এবারও এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি নেয়া হবে।
১৩টি শতবর্ষী কলেজ হলো- রাজশাহী কলেজ, চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মুহসীন কলেজ (চট্টগ্রাম), নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ (বরিশাল), মুরারিচাঁদ (এমসি) কলেজ (সিলেট), এডওয়ার্ড কলেজ (পাবনা), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি ব্রজলাল (বিএল) কলেজ (খুলনা), আনন্দ মোহন কলেজ (ময়মনসিংহ), কারমাইকেল কলেজ (রংপুর), সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজ (বাগেরহাট), সরকারি রাজেন্দ্র কলেজ (ফরিদপুর)।
তবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ শতবর্ষী হলেও এসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তাই ঢাবি থেকে এসব কলেজে আলাদাভাবে ভর্তি পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
Discussion about this post