নিজস্ব প্রতিবেদক
প্রাণঘাতী করোনার মহামারী ছোবলে গত ১ বছরেরও বেশি সময় ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এর মধ্যে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। এ পরিস্থিতিতে ২০০২ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের জন্যও অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।
অধিদপ্তর জানিয়েছে, প্রথম পর্যায়ে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ভূগোল ও পরিবেশ এবং ব্যবসায় উদ্যোগ এ ৮ বিষয়ের অ্যাসাইনমেন্ট দেয়া হবে। এ ৮ বিষয়ের মূল্যায়ন রুবিক্সসহ ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফটকপি ও হার্ডকপি তৈরি করা হয়েছে। এ অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার জন্য সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।
জানা গেছে, ইতোমধ্যে ২০২২ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের জন্য কিছুদিন আগে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ১৫০ দিন ক্লাস করিয়ে শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা নেয়া হবে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য ২০২২ খ্রিষ্টাব্দের দাখিল পরীক্ষার্থীদের জন্য বাংলা ও গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট তুলে ধরা হলো।
দাখিল পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেখতে ক্লিক করুন :
Discussion about this post