শিক্ষার আলো ডেস্ক
তামাকের ব্যবহারকে বন্ধ করার উদ্দেশ্যে একটি বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৫০টি দেশের ৭০০ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তাওরেম সানানু। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের ছাত্রী।
এতে দেখানো হয়েছে, প্রতি বছর বিশ্বের শীর্ষ চার অর্থনীতির দেশ ১২০ কোটি ইউরো ট্যাক্স পরিশোধ করে না। এ ছাড়া এর কারণে বছরে দেড় লাখ শিশু ও ২৫ লাখ নারীর মৃত্যু হয়। তামাক চাষের জন্য বিপুল পরিমাণ বনভূমিও প্রতি বছর উজাড় হয়ে যাচ্ছে। পাশাপাশি এক লাখ ৪০ হাজার কোটি ডলার নষ্ট হচ্ছে স্বাস্থ্যসেবা ও উৎপাদনশীলতার ক্ষতির কারণে।
তাওরেম সানানু নিজের ফেসবুক আইডিতেও এই অর্জনের কথা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, গ্ল্যোবাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স ইন টোব্যাকো কনট্রোল (জিজিটিসি) এর আয়োজক। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ফ্রেমওয়ার্কেরও সংশ্লিষ্টরা রয়েছে।
তাই এটি আরও বেশি ক্ষতি করার আগেই থামিয়ে দেওয়ার আহবান জানিয়েছেন তাওরেম। এ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনের পেছনে যারা তাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
Discussion about this post