নিজস্ব প্রতিবেদক
সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন থাকা ও দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স)২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বুটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেম। তিনি বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন থাকা এবং দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোয় আমাদের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৮ জুন ভর্তি পরীক্ষা হচ্ছে না।
তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জুনের পরিবর্তে ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই একদিনের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হবে।
এবার বুটেক্সে মোট আসন সংখ্যা ৬০০। এর বিপরীতে ভর্তি যুদ্ধে লিপ্ত হবেন ১৬ হাজার ৯৯২ জন। ফলে প্রতিটি আসনের জন্য ২৮ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
Discussion about this post