নিজস্ব প্রতিবেদক
জুলাইয়ের প্রথম সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সশরীরে নাকি অনলাইনে সেটির চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ১৩ জুন।
আজ মঙ্গলবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে চেয়ারম্যান ও ডিনদের সঙ্গে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরণ কুমার গোস্বামী গণমাধ্যমকে জানান, আমরা দ্রুতই ক্লাস, পরীক্ষা নিব এমন একটা সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা স্বশরীরে নিবো। রিভিউ ক্লাস নেওয়া হবে এবং সেটা অনলাইনে। তবে ক্লাস-পরীক্ষা কবে থেকে নেওয়া হবে এ বিষয়ে ১৩ তারিখ একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে করোনার কারণে আটকে থাকা পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গ্রহণ করে জবি প্রশাসন। পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সে পরীক্ষাও বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি এসব পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
Discussion about this post