নিজস্ব প্রতিবেদক
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২১ সালের এইচএসসি পরীক্ষার জন্য ভাড়া বাড়িতে পরিচালিত ও যেসকল কলেজ নন এমপিও সেগুলোতে পরীক্ষার কেন্দ্র না করার সিদ্ধান্ত নিয়েছে ।
সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্ততে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন পরীক্ষা কেন্দ্র ও পুরাতন কেন্দ্র পরিবর্তনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে আবেদন করতে হবে। আগামী ৩০ জুনের মধ্যে এই আবেদন করতে বলা হয়েছে। নতুন কেন্দ্রের জন্য ৩ হাজার টাকা আর কেন্দ্র পরিবর্তনের জন্য এক হাজার টাকা ফি নির্ধারন করা হয়েছে। ফি জমাদানের রিসিপ আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
এতে আরও বলা হয়, ভাড়া বাড়িতে পরিচালিত ও নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে এইচএসসি পরীক্ষার কেন্দ্রের জন্য আবেদন করার প্রয়োজন নেই। নতুন কেন্দ্র ও কেন্দ্র পরিবর্তনের আবেদন ফরম বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করার অনুরোধ করা হয়েছে।
Discussion about this post