মুজিববর্ষ উপলক্ষে ঢাকা কলেজে বকুলতলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৫ টায় ঢাকা কলেজের ইন্টারন্যাশনাল হলের সামনে এই বকুলতলার উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে কলেজের অধ্যক্ষ বলেন, ‘বঙ্গবন্ধু বকুল ফুল পছন্দ করতেন। তিনি যখন জেলখানায় ছিলেন তখন জেলখানায় একটি বকুল গাছের চারা রোপণ করেছিলেন। তাই মুজিববর্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পছন্দের বকুল গাছের চারা রোপণ করে বকুলতলা নামকরণ করা হলো।
Discussion about this post