যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল দশটায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি র্যালি বের হয় যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এছাড়া সকাল সাড়ে ১০টায় শিক্ষা ভবন ‘ডি’তে দিনব্যাপী বঙ্গবন্ধু সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী ও বিকেলে দোয়া-মিলাদ মাহফিল এবং প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
Discussion about this post