নিজস্ব প্রতিবেদক
মেডিক্যালের সকল শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামী ১৯ জুন থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য চমেকসহ চট্টগ্রামের ৪টি বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।
সময় সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
প্রকাশিত তালিকা অনুযায়ী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাড়াও ইনস্টিটিউট অব হেলথ সাইন্স, সাউদার্ন মেডিক্যাল কলেজ, মেরিন সিটি মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এ তালিকায় রয়েছেন।
এদিকে তালিকায় ৪ বেসরকারি মেডিক্যাল কলেজের নাম থাকলেও অন্য বেসরকারি মেডিক্যাল কলেজগুলো সম্পর্কে কোনো নির্দেশনা নেই বিজ্ঞপ্তিতে।
Discussion about this post