নিজস্ব প্রতিবেদক
করোনার চলমান পরিস্থিতি বিবেচনা করে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি পেছানো হয়েছিল। তবে আজ শুক্রবার সভা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন।
তিনি বলেন, যেহেতু দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় পরীক্ষা নিলে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আরো বেশি। ফলে পরীক্ষা পেছানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আজ এই বিষয়ে আলোচনা করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক আবেদনের কাজই শেষ করা হয়নি। লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন গুচ্ছে প্রাথমিক আবেদন করা যাবে। আগামী ১৬ জুন পর্যন্ত লকডাউন আছে। সে হিসেবে ২৬ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এরপর আবেদন যাচাই-বাছাইয়ের কাজ করতে হবে। প্রাথমিক আবেদনের রেজাল্ট প্রকাশের পর চূড়ান্ত আবেদন শুরু হবে। যা করতে অনেক সময় প্রয়োজন। এসব কিছু বিবেচনায় পরীক্ষা পেছানো হবে।
Discussion about this post