নিজস্ব প্রতিবেদক
সরকার করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না গেলে অনলাইনে পাবলিক পরীক্ষা আয়োজন করা যায় কিনা সে বিষয়ে পরামর্শক কমিটি গঠন করেছে ।
তবে সেই কমিটির আহবায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, দেশের প্রেক্ষাপটে অনলাইনে পাবলিক পরীক্ষা আয়োজনের কথা ভাবতে পারছি না । অনলাইনে পরীক্ষা আয়োজনে গঠিত পরামর্শক কমিটির প্রায় সবাই নেতিবাচক মত দিয়েছেন। আমরা সকলের মতামত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয় গুলোকে অনলাইনে পরীক্ষা আয়োজনের অনুমতি দিয়েছে। তবে ইউনিভার্সিটি গুলোতে খুব অল্প সংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা অনলাইনে নেয়া হয়। ক্ষেত্র বিশেষে সেটি ৫০ থেকে ১০০/১৫০ জনের বেশি হবে না।
চেয়ারম্যান আরও বলেন, আমাদের দেশে প্রায় ৩ হাজার কেন্দ্রেই এসএসসি পরীক্ষা হয়।আর পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ শিক্ষার্থী। এত বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর অনলাইনে পাবলিক পরীক্ষা আয়োজন করা ঝুঁকিপূর্ণ হবে। এই অবস্থায় আমরা সশরীরেই পরীক্ষা নিতে চাই।
Discussion about this post