নিজস্ব প্রতিবেদক
সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০টি করে গাছের চারা রোপনের নির্দেশ দিয়েছে । স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে আগামী ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হবে।
আর এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০টি ফলদ, বনজ, ভেষজ ও ফুলের চারা রোপন করতে হবে। শুধু চারা গাছ রোপন করলেই হবে না, এগুলো যাথাযথভাবে পরিচর্যা করার নির্দেশও দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে।
আদেশে অধিদপ্তর বলছে, স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে আগামী ১৫ জুন থেকে ৩০ জুন বৃক্ষরোপ কর্মসূচি পালন করা হবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে ৫০টি ফলদ, বনজ, ভেষজ, ফুলের টারা রোপন করবে।
আদেশে আরও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত জায়গা না থাকলে প্রতিষ্ঠান সংলগ্ন উপযুক্ত সরকারি স্থানে বৃক্ষরোপন করতে হবে। এসব বৃক্ষ যথাযথভাবে পরিচর্যা করতে হবে।
Discussion about this post