নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিকর্ণ কুমার ঘোষ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ নির্মাণাধীন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ।
আজ শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১ টায় তিনি চুয়েট ক্যাম্পাসে অবস্থিত এই সাইট পরিদর্শন করেন। বেলা আড়াইটার দিকে তিনি সফর শেষে ঢাকায় প্রত্যাবর্তন করেন।
এ সময় তিনি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় তাকে জানানো হয়, কাজে ৮৫-৯০ শতাংশ শেষ হয়েছে। করোনার কারণে কাজের গতি কমে যাওয়ায় শেষ হতে আরো আড়াই মাসের মতো সময় লাগবে।
সভায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক (যুগ্মসচিব) এ এন এম সফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. মোস্তফা কামাল এবং হাই-টেক পার্কের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের উপ-পরিচালক নরোত্তম পাল উপস্থিত ছিলেন।
সভায় ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং প্রকল্পের সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আতাউর রহমানসহ সংশ্লিষ্টদের সাথেও মতবিনিময় করেন হাইটেক পার্ক ব্যবস্থাপনা পরিচালক।
Discussion about this post