নিজস্ব প্রতিবেদক
আজ (১৩ জুন) রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে উচ্চশিক্ষায় সহযোগিতা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি, শিখন-শিখণ পদ্ধতির উন্নয়ন, ব্লেন্ডেড লার্নিং, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ে রিজিওনাল পলিসি ডায়ালগ, শিক্ষার্থীদের জন্য কমিউনিটি এনগেজমেন্ট প্রোগাম চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। সভায় ব্রিটিশ কাউন্সিলের পরিচালক (শিক্ষা) ডেভিড মেনার্ড, কমিশনের এসপিকিউএ বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন নুসরাত জাহান, প্রকল্প পরিচালক দেলোয়ার হোসেন, প্রকল্প সমন্বয়ক নাভিড ফেরদৌস, ইউজিসি’র এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন, উপপরিচালক মোহা. রোকনুজ্জামান ও বিষ্ণু মল্লিক যুক্ত ছিলেন।
ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
Discussion about this post