নিজস্ব প্রতিবেদক
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্তৃপক্ষ বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী ২৪ জুন থেকে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে । আজ সোমবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত কমিটি ও ছাত্র প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরীক্ষা জুম মিটিংয়ের মাধ্যমে হবে। পরীক্ষা চলাকালীন অবশ্যই ভিডিও চালু রাখতে। প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক জুম রুম তৈরি করবে। পরীক্ষা শেষে পরীক্ষাপত্র স্ক্যান করে পিডিএফ আকারে জমা দিতে হবে। এর আগে আগামী ২০ জুন ছায়া পরীক্ষা নেওয়া হবে৷ তখন শিক্ষার্থীরা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে পূর্ণ ধারণা পাবে।
জানা যায়, প্রথমে কৃষি অনুষদের লেভেল ৩ সেমিস্টার ১ এর পরীক্ষা নেয়া হবে।পরীক্ষাটি কুইজ ও লিখিত দুই অংশে অনুষ্ঠিত হবে। ২০ নম্বরের কুইজের জন্য ১৫ মিনিট এবং ৩০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য ১ ঘন্টা সময় বরাদ্দ থাকবে।
পরীক্ষা সংক্রান্ত কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, পরীক্ষাচলাকালীন কারও কোন যান্ত্রিক সমস্যা হলে তাকে সময় ও সুযোগ দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক সেটা বিবেচনা করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করে আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি। করোনা পরিস্থিতি ভাল না হলে পর্যায়ক্রমে ব্যাচ অনুযায়ী অনলাইনেই পরীক্ষা নেওয়া হবে৷ তবে যেসব অনুষদের শিক্ষার্থী সংখ্যা কম তারা চাইলে হলে না থাকার শর্তে সশরীরে পরীক্ষা নিতে পারবে।
Discussion about this post