নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।
জানা গেছে, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভ না হওয়ায় গত বছরের ন্যায় চলতি বছরও এ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করে মাউশি।
গত ২০ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এটি স্থগিত রাখা হয়। দুই মাস বন্ধ রাখার পর সেই কার্যক্রম আবার শুরু করে মাউশি।
গত বছরের মতোই মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট ও বাড়ির কাজ দেয়া হচ্ছে। শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখতে এ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে মাউশি।
এ্যাসাইনমেন্ট দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post