নিজস্ব প্রতিবেদক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের আটকে থাকা চূড়ান্ত পরীক্ষাগুলো আসন্ন ঈদুল আজহার ছুটির পরই শুরু হবে ।
আজ শনিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একাডেমিক কাউন্সিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, কোনো বিভাগ পরীক্ষা নিতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি টেকনিক্যাল কমিটি করে দেওয়া হবে। টেকনিক্যাল কমিটির সুপারিশের ভিত্তিতে এবং কমিটির পরামর্শক্রমে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
হল খোলার বিষয়ে তিনি বলেন, সরকার থেকে হল খোলার নির্দেশনা যতদিন পর্যন্ত না আসে, ততদিন পর্যন্ত হল খোলা হবে না।
Discussion about this post